06-07-2025 Sunday
শিরোনাম:
  পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা    ভি আই পি রুম না পাওয়ায় বার ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে    পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার    ফ্যাসিবাদের পতন হলেও লক্ষ্য এখনও অর্জিত হয়নি: নজরুল ইসলাম খান    প্রবাসীদের সুবিধার্থে ব্যাগেজ বিধিমালা সংশোধন করেছে এনবিআর     সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর        সহকারী কমিশনার তাপসী ঊর্মি চাকরি থেকে বরখাস্ত     প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ    পিআর ইস্যুতে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের মূল আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান 


ভি আই পি রুম না পাওয়ায় বার ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফিরোজ আলম :রাজধানী মহাখালী জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট এন্ড বারে ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ উঠেছে যুবদল নেতা মনির হোসেনের বিরুদ্ধে। বার কর্তৃপক্ষ বলেছেন, ভি আই পি রুম না দেওয়ায় অনুসারীদের নিয়ে এসে তাণ্ডব চালায় মনির, এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এই ঘটনায় বারের সহকারী জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ঢাকা বনানী থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আরো ২৫ জনকে অজ্ঞত আসামী করা হয়েছে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, শাড়ি পরা একজন নারী হোটেলটির সিঁড়ি দিয়ে নিচে নামছে। এই সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করেছে তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যায়।
এইদিকে ঘটনা প্রকাশ্যে আসার পর যুবদলের পক্ষ থেকে এক বিবৃতি জানানো হয়। মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন আদর্শ বিরোধী কর্মকাণ্ডের জন্য সব ধরনের সদস্য পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
এতে আরো বলা হয় দল থেকে বহিষ্কৃত কারো আচরণের দায় দল নেবে না। নেতাকর্মীদেরকে তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন করা আহবান জানানো হয়েছে। মনিরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন যুবদল।
এই বিষয় বনানী থানায় একটি মামলা করা হয়েছে। বনানী থানার অফিসার ইনচার্জ বলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের কাজ চলছে। নারীকে লাঞ্ছিত করার অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

এ ধরনের আরও খবর

© All right reserved by
BDNewsTwentyFour