06-07-2025 Sunday
শিরোনাম:
  পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা    ভি আই পি রুম না পাওয়ায় বার ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে    পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার    ফ্যাসিবাদের পতন হলেও লক্ষ্য এখনও অর্জিত হয়নি: নজরুল ইসলাম খান    প্রবাসীদের সুবিধার্থে ব্যাগেজ বিধিমালা সংশোধন করেছে এনবিআর     সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর        সহকারী কমিশনার তাপসী ঊর্মি চাকরি থেকে বরখাস্ত     প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ    পিআর ইস্যুতে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের মূল আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান 


প্রবাসীদের সুবিধার্থে ব্যাগেজ বিধিমালা সংশোধন করেছে এনবিআর 

ডেস্ক রিপোর্ট : বিদ্যমান ব্যাগেজ রুলস আরো কার্যকর ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে ব্যাগেজ বিধিমালা সংশোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২ জুন, ২০২৫ তারিখে  জাতীয় রাজস্ব বোর্ড নতুন ব্যাগেজ রুলস (অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা, ২০২৫) জারি করে, যা আজ থেকে কার্যকর হবে। এনবিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অংশীজন এবং মাঠ পর্যায়ের দপ্তরসমূহের মতামত বিবেচনায় নিয়ে প্রবাসী বাংলাদেশিদের বাগেজ সুবিধা বৃদ্ধিসহ কতিপয় বিষয় এসআরও নং ৩১২ আইন/২০২৫/১০২/কাস্টমস তারিখ ০২/০৭/২৫ এর মাধ্যমে সংশোধন করা হয়। 

হালনাগাদ ব্যাগেজ বিধিমালার উল্লেখযোগ্য পরিবর্তনগুলো নিম্নরূপ

বিদ্যমান ব্যবস্থায় শুল্ক পরিশোধ করে একজন যাত্রী একটি নতুন মোবাইল ফোন আনতে পারেন। পরিবর্তিত ব্যবস্থায় একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে প্রতি বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। তবে, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ৬ মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশি কোন শুল্ক-কর না দিয়ে বছরে ২ টি নতুন মোবাইল ফোন আনতে পারবেন।

নতুন ব্যবস্থায়, কোনোরূপ শুল্ক-কর পরিশোধ না করে একজন যাত্রী কোন পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার বা ২০০ শত গ্রাম ওজনের রৌপ্যের অলংকার আনতে পারবেন।

নতুন বিধিমালা অনুযায়ী, তোলা প্রতি ৫ হাজার টাকা শুল্ক-কর পরিশোধ করে একজন যাত্রী কোন পঞ্জিকা বছরে একবার ১০ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন।

বিদেশ হতে আগত সকল যাত্রী অনলাইনে ব্যাগেজ ঘোষণা ফরম জমা প্রদান করতে পারবেন। তবে ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস হল বা কাস্টমস এলাকা ত্যাগ করার পূর্বেই ব্যাগেজ ঘোষণা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লিখিত পরিবর্তন ব্যতীত ব্যাগেজ বিধিমালার অন্যান্য সুবিধাবলী পূর্বের মতোই বহাল থাকবে।

সূত্র:বাসস

এ ধরনের আরও খবর

© All right reserved by
BDNewsTwentyFour