ডেক্স রিপোর্ট ,
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার সাভারে কয়েক দিন ধরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট ও বিপণিবিতানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহনে।
২৩ শে জুলাই মঙ্গলবার সাভারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রেডিও কলোনি থেকে সাভার ব্যসষ্ট্যান্ড-সংলগ্ন পাকিজা এলাকায় সড়ক বিভাজকের বেশ কিছু অংশ সড়কের ওপর পড়ে আছে। থানা স্ট্যান্ড-সংলগ্ন একটি ভবনের নিচে মিষ্টির দোকানের বাইরে পোড়া চিহ্ন। সাভার মডেল মসজিদের অদূরে মহাসড়কের আরিচাগামী সার্ভিস লেনের পাশে ভষ্মীভূত হয়ে আছে চারটি বাস, একটি করে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাস।
সাভার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গায় আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি, কার্যালয়ের ভেতরে অফিসকক্ষের ভাঙচুর হওয়া আসবাব ও পুড়ে যাওয়া কাগজপত্র ছড়িয়ে- ছিটিয়ে পড়ে আছে।
এ ছাড়া মহাসড়ক-সংলগ্ন বিপণিবিতান সিটি সেন্টারে সামনের অধিকাংশ কাচ ভাঙা। স্মরণিকা এলাকায় স্থানীয় পত্রিকা ফুলকির কার্যালয়ের কাচ ও আসবাব ভাঙচুর অবস্থায় দেখা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেলে কয়েক শ দুষ্কৃতকারী হামলা করে ফটক ভেঙে কার্যালয়ে চারটি কক্ষে ও গ্যারেজে আগুন দেয়। এ ছাড়া কার্যালয়ের ১৩টি কক্ষ ভাঙচুর করে। রাতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), রেফ্রিজারেটর, ফ্যানসহ বিভিন্ন মালামাল লুটপাট করে । এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রান চন্দ বলেন, সাভারে গত কয়েক দিনের ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উপজেলা পরিষদে ইটপাটকেল ছুড়েছে তারা। উপজেলা পরিষদ ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা হয়েছে।
পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আর আম ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো, আবানুমাহিন কাজী বলেন, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সূত্র: প্র/আ/২৫/৭