11-07-2025 Friday
শিরোনাম:
  পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে : প্রধান উপদেষ্টা    ভি আই পি রুম না পাওয়ায় বার ভাঙচুর ও লুটপাট এর অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে    পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এ বছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার    ফ্যাসিবাদের পতন হলেও লক্ষ্য এখনও অর্জিত হয়নি: নজরুল ইসলাম খান    প্রবাসীদের সুবিধার্থে ব্যাগেজ বিধিমালা সংশোধন করেছে এনবিআর     সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর        সহকারী কমিশনার তাপসী ঊর্মি চাকরি থেকে বরখাস্ত     প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ    পিআর ইস্যুতে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা দেশের মূল আদর্শে বিশ্বাসী নয়: মঈন খান 


ডেক্স রিপোর্ট ,

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার সাভারে কয়েক দিন ধরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট ও বিপণিবিতানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে বিভিন্ন পরিবহনে।

২৩ শে জুলাই মঙ্গলবার সাভারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রেডিও কলোনি থেকে সাভার ব্যসষ্ট্যান্ড-সংলগ্ন পাকিজা এলাকায় সড়ক বিভাজকের বেশ কিছু অংশ সড়কের ওপর পড়ে আছে। থানা স্ট‍্যান্ড-সংলগ্ন একটি ভবনের নিচে মিষ্টির দোকানের বাইরে পোড়া চিহ্ন। সাভার মডেল মসজিদের অদূরে মহাসড়কের আরিচাগামী সার্ভিস লেনের পাশে ভষ্মীভূত হয়ে আছে চারটি বাস, একটি করে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাস।

সাভার বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গায় আগুনে পুড়ে যাওয়া একটি গাড়ি, কার্যালয়ের ভেতরে অফিসকক্ষের ভাঙচুর হওয়া আসবাব ও পুড়ে যাওয়া কাগজপত্র ছড়িয়ে- ছিটিয়ে পড়ে আছে।

এ ছাড়া মহাসড়ক-সংলগ্ন বিপণিবিতান সিটি সেন্টারে সামনের অধিকাংশ কাচ ভাঙা। স্মরণিকা এলাকায় স্থানীয় পত্রিকা ফুলকির কার্যালয়ের কাচ ও আসবাব ভাঙচুর অবস্থায় দেখা গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেলে কয়েক শ দুষ্কৃতকারী হামলা করে ফটক ভেঙে কার্যালয়ে চারটি কক্ষে ও গ্যারেজে আগুন দেয়। এ ছাড়া কার্যালয়ের ১৩টি কক্ষ ভাঙচুর করে। রাতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), রেফ্রিজারেটর, ফ্যানসহ বিভিন্ন মালামাল লুটপাট করে । এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রান চন্দ বলেন, সাভারে গত কয়েক দিনের ঘটনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। উপজেলা পরিষদে ইটপাটকেল ছুড়েছে তারা। উপজেলা পরিষদ ফটকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙা হয়েছে।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আর আম ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো, আবানুমাহিন কাজী বলেন, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সূত্র: প্র/আ/২৫/৭

এ ধরনের আরও খবর

© All right reserved by
BDNewsTwentyFour